এবার জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

এবার জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে প্রথম টি২০ ম্যাচে জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৮ উইকেটে হারায় সফরকারীদের। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচও জিতল টাইগাররা। এবার অবশ্য এতো সহজে আসেনি জয়।

৯ বল হাতে রেখে ৬ উইকেটে দ্বিতীয় টি২০ জিতেছে স্বাগতিকরা।

আজ রোববার (৫ মে) এ জয়ে পাঁচ ম্যাচ টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।  

জিম্বাবুয়ের দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ছিল স্লথ গতির। টপ অর্ডাররা মেটাতে পারেননি টি২০'র চাহিদা।

রান খরায় ভোগা লিটন দাস আজ ২৩ রান করলেও, সেই রান করতে তার লেগেছে ২৫ বল। অভিষেকে ফিফটি করা তানজিদ তামিম ফেরেন ১৯ বলে ১৮ রান করে। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১৫ বলে ১৬ রান।  

এরপর জাকের আলী ১২ বলে ১৩ রানে ফিরলেও দলকে আর বিপদে পড়তে দেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। দুজন ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে ছাড়েন মাঠ। হৃদয় অপরাজিত ছিলেন ২৫ বলে ৩৭ রান করে। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৬ রান।   

এর আগে, টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়েকে শুরু থেকেই রানের চাপে রেখেছিল বাংলাদেশ। এরপর শুরু হয় প্রথম টি২০'র মতো জিম্বাবুয়ের ব্যাটিং ধস। তবে ব্রাইন বেনেটের ২৯ বলে ৪৪ রান এবং জনাথন ক্যাম্পবেলের ২৪ বলে ৪৫ রানের ইনিংসের বদৌলতে নির্ধারিত ২০ ওভার ১৩৮ রানের সংগ্রহ তোলে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন।

news24bd.tv/SHS