এলপিজি খাতে শুল্ক প্রত্যাহার চান গ্যাস স্টেশন মালিকেরা

এলপিজি খাতে শুল্ক প্রত্যাহার চেয়েছেন গ্যাস স্টেশন মালিকেরা।

এলপিজি খাতে শুল্ক প্রত্যাহার চান গ্যাস স্টেশন মালিকেরা

নিজস্ব প্রতিবেদক

পরিবেশবান্ধব তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে দেশীয় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির উপর শুল্ক প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

শনিবার (১৮ মে) রাজধানীর রাওয়া ক্লাবের এ্যাংকর হলে এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্শন মালিকদের সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই দাবি জানান সংগঠনের নেতারা।

তারা বলেন, ব্যবসা প্রসারে এলপিজি অটোগ্যাস স্টেশনকে আগামী ১০ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা প্রদান করতে হবে। এছাড়াও ৭ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে হবে, যাতে ভোক্তা পর্যায়ে এলপিজি আরো সাশ্রয়ী হয়ে উঠে।

এসময় এনবিআর দাবিগুলো মেনে এই খাতের উন্নয়নে সহযোগী ভূমিকা রাখবে বলে আশা করেন নেতারা।

অনুষ্ঠানে এলপিজি সরবরাহ কোম্পানিগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বসুন্ধরা এলপিজির পক্ষ থেকে স্মারকটি গ্রহণ করেন বসুন্ধরা এলপি গ্যাসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. ফয়সাল আলম ভূইয়া।

news24bd.tv/ab