আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় তিন পর্যটক নিহত

আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় তিন পর্যটক নিহত হয়েছেন।

আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় তিন পর্যটক নিহত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বন্দুকধারীর হামলায় তিনজন স্প্যানিশ পর্যটক নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়। খবর রয়টার্সের।

এর আগে শুক্রবার সন্ত্রাসী হামলায় তিনজন বিদেশি ও একজন আফগান পর্যটক নিহত হওয়ার কথা জানিয়েছিলেন তালিবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি।

কানি জানান, হামলায় চারজন বিদেশি নাগরিক ও তিনজন আফগান আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর আফগানিস্তানে স্পেন দূতাবাসের জরুরি অবস্থার জন্য নিয়োজিত ইউনিটকে সচল করা হয়েছে এবং হতাহতদের পরিবারকে সবধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

হত্যার খবরে এক্সে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

কেন ও কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক