হাইভোল্টেজ ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে নামছে স্পেন

হাইভোল্টেজ ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে নামছে স্পেন

অনলাইন ডেস্ক

টুর্নামেন্ট শুরুর আগে তারুণ্যনির্ভর স্পেনকে খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হয়নি। জার্মানিতে খেলতে আসা দলটি গ্রুপ পর্বেই সবাইকে চমকে দিয়েছে। তিনবার ইউরো চ্যাম্পিয়ন দলটি গ্রুপপর্বের প্রতিটি ম্যাচই দাপটের সঙ্গে জিতেছে।

শুক্রবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে লা ফুয়েন্তের শিষ্যরা।

স্টুটগার্টে এক রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায় ফুটবলবিশ্ব। তিনবার করে এই প্রতিযোগিতার শিরোপা জেতা দুই দলের অতীত পরিসংখ্যানও বলছে, সমানে সমানে হবে লড়াই। তবে ১৯৮৮ সালের পর ইউরোর মঞ্চে স্পেনকে হারাতে পারেনি জার্মানি। এবার ঘরের মাঠে অপেক্ষা ঘোচানোর পালা জুলিয়ান নাগেলসমানের দলের সামনে।

জার্মান অধিনায়ক ইলকাই গুনদোয়ানও বলছেন লড়াই হবে সমানে সমান, ‘এটা অবশ্যই রোমাঞ্চে ঘেরা ম্যাচ হবে। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। সম্ভবত এই দুই দলই আসরে সেরা ফুটবল খেলছে। যারা ভালো করবে তারাই ম্যাচ নিজেদের করে নেবে। ’ স্পেন কোচ লা ফুয়েন্তেও সমীহ করছেন জার্মানদের, ‘তারা অসাধারণ একটি দল। কয়েকজন বিশ্বমানের ফুটবলার আছে তাদের দলে। কিন্তু তারা এমন একটি দলের বিপক্ষে খেলতে নামছে যারা কিনা সুসংগঠিত, খুবই নিবেদিত এবং সাফল্যের জন্য ক্ষুধার্ত। ’

তিকিতাকা কৌশলে দুই ইউরো এবং একটি বিশ্বকাপ জিতেছে স্পেন। কিন্তু লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন গতিময় ফুটবল খেলছে। বলের দখল নিয়ে দ্রুত পাস খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলাই এই দলের মূল কাজ। এমন স্পেনকে দেখে অনেকেই অবাক হয়েছে। তবে এটা যে রাতারাতির ফসল নয়, তা নিশ্চিতভাবেই বলা যায়।

২০২২ সালের ডিসেম্বরে স্পেনের দায়িত্ব নেওয়ার আগে লা ফুয়েন্তে টানা কয়েক বছর স্পেনের যুব ফুটবলে কাজ করেছেন। জার্মানিতে আসা স্পেনের এই দলের বেশির ভাগ খেলোয়াড়ই তাঁর অধীনে ছিল। সেটাই মূলত কাজে দিচ্ছে বলেছেন মিডফিল্ডার মিকেল মেরোনো, ‘এটা আমাদের ভীষণ সুবিধা দিয়েছে। কোচ আমাদের সবাইকে ভালোভাবে জানেন এবং তিনি কী চান তা আমরা বুঝতে পারি। কোন ধরনের ফুটবল তিনি পছন্দ করেন, সেটা আমরা খুব ভালো করে জানি। এটাই আমাদের শক্তির অন্যতম জায়গা। ’

এদিকে জার্মান জার্সিতে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলছেন জার্মান তারকা ফুটবলার টনি ক্রুস। আজকে স্পেনের কাছে জার্মানি হারলে এটাই হবে ক্রুসের শেষ ম্যাচ। স্পেনের মিডফিল্ডার ও গত মৌসুমে রিয়াল মাদ্রিদে ক্রুসের সতীর্থ হোসেলু মজা করেই বলেছেন, ক্রুসের বিদায় এই ম্যাচেই করতে চান তাঁরা। ক্রুসও এর জবাব দিয়েছেন। জার্মান স্নাইপার আশাবাদী আরও কিছুদিন টিকে থাকবেন টুর্নামেন্টে, ‘আমরা আরও কিছু সময়ের জন্য টুর্নামেন্টে থাকব। আমার মনে হয় না (শুক্রবারের) ম্যাচটি আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। আমার মন বলছে, এটা বোরিং হবে না। আমরা জিততে সব কিছু করব তাই হোসেলুর আশা পূরণ হচ্ছে না তা বলতে পারি। ’

রাতের অন্য ম্যাচে আরেক মহারণে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। খেলা দুটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল এবং অ্যাপ থেকে।

news24bd.tv/SC