ভিসার কান্ট্রি ম্যানেজার হলেন সাব্বির আহমেদ

সাব্বির আহমেদ।

ভিসার কান্ট্রি ম্যানেজার হলেন সাব্বির আহমেদ

অনলাইন ডেস্ক

পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন সাব্বির আহমেদ। বাংলাদেশ ও ভিয়েতনামে ব্যাংকিং ও পেমেন্ট খাতজুড়ে তার ২৭ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি ঢাকা অফিসের যুক্ত হওয়ার মাধ্যমে তিনটি দেশে ভিসার সামগ্রিক কার্যক্রমের নেতৃত্ব দিবেন।

ভিসায় যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্পদ ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বাংলাদেশ ও ভিয়েতনামে এইচএসবিসি এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন।

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়ায় সাব্বির আহমেদ বলেন, ‘বাংলাদেশ ও বিশ্বে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শীর্ষ স্থানে থাকা প্রতিষ্ঠান ভিসায় যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে আমি সরকার নির্ধারিত ক্যাশলেস সোসাইটির লক্ষ্য বাস্তবায়নে নিরলস কাজ করে যাব। ’

news24bd.tv/DHL