স্পন্সর ভিসায় জালিয়াতি, ইতালিতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪৪

স্পন্সর ভিসায় জালিয়াতি, ইতালিতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪৪

অনলাইন ডেস্ক

ইতালিতে স্পন্সর ভিসায় জালিয়াতির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃত ৪৪ জনের মধ্যে ইতালীয় নাগরিকের পাশাপাশি বাংলাদেশি ও এশিয়া-আফ্রিকানও আছেন।

মূলত ওয়ার্কিং ভিসায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক নেয় ইতালী। সম্প্রতি দেখা গেছে, এসব স্পন্সর ভিসায় আসা বেশিরভাগ লোক অযোজ্ঞ এবং অনভিজ্ঞ।

এছাড়াও অনেকে ইতালীতে এসে মানি লন্ডারিংসহ নানান অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে।
এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার (১০ জুলাই) রাত থেকে শুরু করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় ৪৪ জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দী এবং সাত জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

news24bd.tv/TR

এই রকম আরও টপিক