চাঁপাইনবাবগঞ্জে উঁচু জমিতে তুলা চাষ

রফিকুল আলম

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে তুলা চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। কম সেচ ও বৃষ্টির পানিতে কাজ হওয়ায় তুলা চাষে ঝুঁকছেন অনেকে। বাজার দর ভালো থাকায় লাভবান হয়েছে কৃষকরা।

তুলা উন্নয়ন বোর্ড বলছে, বিনা সেচে কীভাবে তুলা উৎপাদন করা যায় তা নিয়ে গবেষণা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে সেচ সংকটে ধান ও সবজি চাষের প্রবণতা কমে গেছে। সেখানে এখন তুলা চাষে আগ্রহ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে।

কৃষকরা জানান, আষাঢ় মাসের বৃষ্টির পানিতে বীজ বপন করে অগ্রহায়ণ মাসে তুলা ঘরে তোলা যায়। বিঘাপ্রতি তুলার ফলন হয় ১০ থেকে ১২ মণ।

বিঘা প্রতি  উৎপাদন খরচ ১০ হাজার টাকা  হলে তুলা বিক্রি করে আয় করা য়ায়  ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

সংশ্লিস্টরা বলছেন,  বরেন্দ্র অঞ্চলের দুই লাখ হেক্টরের বেশি জমি আছে যেগুলোতে সেচের অভাবে চাষাবাদ হয় না। সেই জমিতে সেচবিহীন কিভাবে তুলা চাষ করা যায় এ নিয়ে গবেষণাও করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে এ বছর ৫০০ বিঘা জমিতে তুলা চাষ হয়েছে। এই জমি থেকে ৫ হাজার মণ তুলা উৎপাদনের আশা করছে স্থানীয় তুলা উন্নয়ন বোর্ড।

আরও পড়ুন:

আশুলিয়ায় আগুন

news24bd.tv/  তৌহিদ