ভারতীয় ইছামতির পানিতে ডুবে গেছে ২ হাজার হেক্টর জমির ফসল

ভারতীয় ইছামতির পানিতে ডুবে গেছে ২ হাজার হেক্টর জমির ফসল

রিপন হোসেন, যশোর

ভারতীয় ইছামতি নদীর পানিতে ডুবে গেছে যশোরের শার্শা উপজেলার ২ হাজার হেক্টর জমির ফসল। এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন কয়েকশ কৃষক। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী রুদ্রপুর ও খলশী খালে ক্রটিপূর্ণ স্লুইচগেট নির্মাণের কারণে এ অবস্থায় সৃষ্টি হয়েছে। দ্রুতই জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগীদের।

news24bd.tv

যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার পুটখালী, গোগা, উলাশী, বাগআচড়া ও কায়বাসহ বেশ কিছু এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ ইছামতি নদী। এসব এলাকার বৃষ্টির পানি খাল-বিল হয়ে চলে যায় ইছামতি নদীতে। তবে, এ বছর তার ব্যতিক্রম হয়েছে। উল্টো ইছামতির পানি এসে প্লাবিত হয়েছে শার্শা উপজেলার নিন্মাঞ্চল।

উজানের ঢল ও টানা বৃষ্টিতে ইছামতী নদী সংলগ্ন ফসলী জমি ও ঘরবাড়িতে পানি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ক্রটিপূর্ণ স্লুইসগেট, নদী ও খাল ভরাট হয়ে যাওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।

হঠাৎ বন্যায় কপাল পুড়েছে এ অঞ্চলের চাষীদের। কৃষি বিভাগের তথ্য বলছে,  জলাবদ্ধতার কারণে ৪৭৭ হেক্টর জমির আমন ধান পুরোপরি নষ্ট হয়ে গেছে। এছাড়া ১৫শ হেক্টর জমির আমন ও সবজির আংশিক ক্ষতি হয়েছে ।

সীমান্তবর্তী এ অঞ্চলের জলাবদ্ধার স্থায়ী সমাধানে উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ