ব্যতিক্রমী উদ্যোগ: পথ শিশুদের হোটেলে খাওয়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন

ব্যতিক্রমী উদ্যোগ: পথ শিশুদের হোটেলে খাওয়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন

খুলনা ব্যুরো প্রধান, সামছুজ্জামান শাহীন

নামীদামী হোটেলে বসে পথ শিশুদেরও ভালো খাবার খেতে ইচ্ছে করে। বাবা-মায়ের সামর্থ্য না থাকায় সেই প্রত্যাশা কখনো পূরণ হয় না। তবে এবার খুলনার এসব শিশুদের হোটেলে খাওয়ার ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ফুড ব্যাংকিং কল্যাণ সংস্থা। এতে দরিদ্র এসব শিশুর মানসিক বিকাশ ঘটবে, বলছেন আয়োজকরা।

 

খুলনা মহানগরীর ৫ ও ৭ নম্বর ঘাট বস্তি এলাকা। বাঁশের বেড়া আর টিনের ছোট ছোট ঘরে এক প্রকার মাথা গুজে থাকে কয়েকশ’ পরিবার।  এদের অনেকের বাবা নেই, মা দিন মজুরের কাজ করে। আবার কারো বাবা রিক্সা চালায়।

এসব পরিবারের শিশুরা অভাবের মধ্যেই বেড়ে উঠছে।

তবে তাদেরও ভালো হোটেলে বসে ভালো খাবার খেতে ইচ্ছে করে । এসব শিশুদের জন্য একবেলা ভালো হোটেলে খাওয়ার ব্যতিক্রমী আয়োজন করেছে খুলনা ফুড ব্যাংকিং কল্যাণ সংস্থা। এ সুযোগ পেয়ে খুশী শিশুরা।

এ ধরনের আয়োজনে দরিদ্র এসব শিশুর মানসিক বিকাশ  হবে বলে মনে করেন, ফুড ব্যাংকিং কল্যাণ সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি ও সভাপতি শাহরিয়ার কবির।

খুলনায় শিশুদের কল্যাণে এ ধরণের আয়োজনে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সকলের।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

এই রকম আরও টপিক