মস্কোতে কয়েক ডজন ড্রোন হামলা ইউক্রেনের, নিহত ১

সংগৃহীত ছবি

মস্কোতে কয়েক ডজন ড্রোন হামলা ইউক্রেনের, নিহত ১

অনলাইন ডেস্ক

রাশিয়ার মস্কোতে কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের চালানো হামলায় মস্কোতে ১ জন নিহত হয়েছেন।  

রাশিয়ান কর্মকর্তাদের মতে, তিনি (নিহত ব্যক্তি) যে অ্যাপার্টমেন্ট ব্লকে বসবাস করছিলেন সেখানে একটি বিধ্বস্ত ইউক্রেনীয় ড্রোনের অবশিষ্টাংশ আঘাত করে এবং আগুন লেগে তিনি মারা যান।  

মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে রামেনস্কয় জেলায় অন্তত দুটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত করেছে এবং বেশ কয়েকটি ফ্ল্যাটে আগুন ধরিয়ে দিয়েছে।

সিটি মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, জরুরি কাজে নিয়োজিত কয়েকটি দলকে ঝুকোভো বিমানবন্দরের কাছে এবং ডোমোদেডোভো জেলার আশেপাশের অঞ্চলে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩০টির বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে।


এদিকে রাশিয়ার দাবি, তার বিমান প্রতিরক্ষা বাহিনী ৭০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। মস্কো তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর ইউক্রেন, রাশিয়ায় আক্রমণের জন্য তার অভ্যন্তরীণ ড্রোন শিল্পের দিকে মনোযোগ দিয়েছে।

 

অবশ্য, এই হামলার ব্যাপারে এখনও কিছু বলে নি ইউক্রেন। সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক