কুমিল্লায় আ.লীগের দু’পক্ষে সংঘর্ষে একজন নিহত, আহত ৩৫

কুমিল্লার দেবীদার

কুমিল্লায় আ.লীগের দু’পক্ষে সংঘর্ষে একজন নিহত, আহত ৩৫

অনলাইন ডেস্ক

কুমিল্লার দেবীদ্বারে সালিস বৈঠকে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে মো. সিদ্দিকুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন।  

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

তারা জানান, আগের সংঘর্ষের ঘটনায় গতকাল সকালে সাইচাপাড়া বাজারে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটির এক পর্যায়ে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক মো. সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের আবুল কালাম এমপির সমর্থকরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে সকাল ১০টার দিকে সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।  

দেবীদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে। রাত পৌনে ৮টা পর্যন্ত মামলা হয়নি।

news24bd.tv/আইএএম