পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার চিকিৎসকদের বিক্ষোভ ও কর্মবিরতির কারণে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাস্থ্য পরিষেবা।
ওই নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে চিকিৎসকরা বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে কাজে ফিরবেন না তারা।
রাজ্যজুড়ে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে ২১টি হাসপাতাল। এর মধ্যে কলকাতার সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তো রয়েছেই, রাজধানী নয়াদিল্লি ও মুম্বাই শহর এবং কর্ণাটক ও উত্তর প্রদেশ রাজ্যেও বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। জরুরি পরিষেবা ছাড়া কোনো সেবা দেননি চিকিৎসকরা। তবে কিছু কিছু হাসপাতালে রোগীদের সমস্যার কথা মাথায় রেখে কর্মবিরতিতে রাশ টানা হয়েছে।
এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালনের পর আবার স্বাভাবিক হয়েছে পরিষেবা।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) বলেছে, কলকাতার আরজি কর হাসপাতালে যা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এদিকে চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ড তদন্ত করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি টি এস শিবজ্ঞানম এই নির্দেশ দেন। এ ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে আদালত বলেন, রাজ্যের কাছে থাকা সব তথ্য, নথি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ সিবিআইকে হস্তান্তর করতে হবে। নির্দেশের কিছুক্ষণের মধ্যেই থানায় পৌঁছেন সিবিআই কর্মকর্তারা।
উল্লেখ্য, গত শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নারী চিকিৎসকের দেহ।
ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্যে। খুন ও ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলনে শামিল হন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। পরে সেই আন্দোলনে যোগ দেন অন্য চিকিৎসকরা। তবে সেই আন্দোলন শুধু আরজি করের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে দেশের বিভিন্ন হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন হয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
news24bd.tv/কেআই