পদোন্নতি পেলেন ৪৯ বিশেষজ্ঞ চিকিৎসক

পদোন্নতি পেলেন ৪৯ বিশেষজ্ঞ চিকিৎসক

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন হাসপাতাল-মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৪৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (৯ জুন) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। ’

যেসব বিভাগের চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হয়েছে: অফথালমোলজি বিভাগের ১ জন, অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাসকুলোস্কেলেটাল টিউমার বিভাগের ১ জন, ইন্টানভেনশনাল কার্ডিওলজি বিভাগের ১ জন, ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের ১ জন, এনাটমি বিভাগের ১ জন, অ্যানেসথেসিওলজি বিভাগের ২০ জন, কার্ডিওলজি বিভাগের ১ জন, ক্লিনিক্যাল প্যাথলজি ভিাগের ২ জন, গ্লুকোমা বিভাগের ১ জন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের ১ জন, নিউনেটোলজি বিভাগের ৩ জন ও পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারি বিভাগের ১ জন চিকিৎসক রয়েছেন।

এ ছাড়া পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১ জন, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগের ৩ জন, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের ১ জন, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের ১ জন, ফিজিওলজি বিভাগের ১ জন, ভাস্কুলার সার্জারি বিভাগের ১ জন, মেডিকেল অনকোলজি বিভাগের ১ জন ও রিপোড্রাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের ২ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

news24bd.tv/তৌহিদ