ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা করোনায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে ভর্তি করানো হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসার পর তার করোনা নেগেটিভ হয়। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় ফেরেন তিনি।
আজ শনিবার গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন ববিতার ছোট বোন অভিনেত্রী চম্পা।
তিনি জানিয়েছেন, আপাতত সুস্থ আছেন ববিতা। তবে শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। এর আগেও একবার ববিতা করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান চম্পা।
চম্পা আরও জানান, কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। জ্বর ছিল না, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন করোনা পজিটিভ হওয়ার খবরটি। কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। ১৮ জুলাই ববিতাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
news24bd.tv/TR