ঢাকা মাতাতে আসছেন নচিকেতা

ঢাকা মাতাতে আসছেন নচিকেতা

অনলাইন ডেস্ক

দেশজুড়ে চলছে কারফিউ। কোটা সংস্কার আন্দোলনের ফলে এমন উদ্ভূত পরিস্থিতিতে দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী আবারও আসছেন ঢাকার মঞ্চ মাতাতে। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন নচিকেতা নিজেই।  

কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ।

এমন পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত গানের কনসার্ট হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে বিষয়টি এবার খোলাসা করলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেন, গানের অনুষ্ঠানের জন্য ওপার বাংলায় প্রায়ই আমি যাই। বাংলাদেশের মানুষ আমার গান ভালোবাসেন।

২৬ জুলাই তেমনই একটি অনুষ্ঠানের কথা অনেক দিন ধরেই ঠিক হয়ে রয়েছে। সেটার জন্যই যাব।

নচিকেতা আরও বলেন, আমি শিল্পী। গান গাওয়া আমার পেশা এবং রুজিরুটি। তার ওপরে কথা দেওয়া আছে। তাই আমি যাব।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার। মহাসড়কগুলোতেও শুরু হয়েছে যান চলাচল।
 

এই রকম আরও টপিক