প্রথম সমাবেশে ট্রাম্পকে তিরষ্কার করলেন হ্যারিস

কমলা হ্যারিস।

প্রথম সমাবেশে ট্রাম্পকে তিরষ্কার করলেন হ্যারিস

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়িয়েছেন জো বাইডেন। ডেমোক্রেটিক দলের হয়ে ট্রাম্পের বিপক্ষে লড়বেন কমলা হ্যারিস। মঙ্গলবার (২৩ জুলাই) নিজের প্রথম সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে তিরষ্কার করেছেন হ্যারিস।

১৭ মিনিটের বক্তৃতায় ট্রাম্পের দূর্বলতা নিয়ে আক্রমনাত্মকভাবে কথা বলেন হ্যারিস।

উইসকন্সিনের মিলাওয়াকি শহরের ওয়েস্ট এলিস সেন্ট্রাল হাইস্কুলে বক্তৃতা দেওয়ার সময় হারিস বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়।

এসময় তিনি উপস্থিত দর্শকদের সামনে প্রশ্ন রাখেন তারা স্বাধীন, আইনের শাসন আছে এমন দেশে থাকতে চায় নাকি ঘৃনা, ভয়, বিশৃঙ্খলাপূর্ণ দেশে থাকতে চায়।

নির্বাচিত হলে শ্রমিকদের ইউনিউয়নে যোগদানের পাশাপাশি বন্দুক সহিংসতা নিয়ে কাজ করবেন বলেও জানান এ প্রার্থী।

অন্যদিকে মঙ্গলবার সাংবাদিককদের সঙ্গে একটি কনফারেন্সে নিজের জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

তিনি কমলা হ্যারিসকে বিতর্কে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, আমি তার সঙ্গে বিতর্ক করতে চাই, সেও আলাদা হবে না কারণ তাদের রাজনীতি একই।

সূত্রঃ রয়টার্স

news24bd.tv/DHL/এসএম