ট্রাম্পের ওপর হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশিয়ার

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ

ট্রাম্পের ওপর হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশিয়ার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলির ঘটনায় খোদ মার্কিন প্রশাসনের হাত রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছে রাশিয়া। রোববার (১৪ জুলাই) ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য বর্তমান প্রশাসনের ভেতর থেকেই ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন পেসকোভ। তিনি বলেন, ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে।

এ সময় তিনি বলেন, রাশিয়া সবধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায়।

উল্লেখ্য, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এতে তার ডান কানে আঘাত লেগে কান ফুটো হয়ে যায়। এক ইঞ্চি এদিক সেদিক হলেই নিশ্চিত মৃত্যু হতে পারতো তার।

ঐদিন হামলার ঘটনায় ট্রাম্পের এক সমর্থক নিহত হন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা সন্দেহভাজন বন্দুকধারীকে ঘটনাস্থলেই হত্যা করেন।

news24bd.tv/এসএম/SC