বিদ্যালয়ের মাঠে বজ্রপাত, ৭ শিক্ষার্থী আহত

বিদ্যালয়ের মাঠে বজ্রপাত, ৭ শিক্ষার্থী আহত

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের বিরতির (টিফিনের) সময় বজ্রপাত হলে এ ঘটনা ঘটে। এসময় তারা মাঠে খেলছিল।

আহতরা হলো- যশোর সদরের ভায়না রাজপুর গ্রামের আব্দুল করিমের ছেলে নীরব (১০), আব্দুর রহিমের ছেলে মাহিম (১০), হাদিউজ্জামানের ছেলে জিম (১০), পলাশ শেখের মেয়ে লামিয়া (১০), রাসেলের মেয়ে লামিয়া (১০), দাউদ হোসেনের মেয়ে সামিয়া (১০) ও রাসেলের মেয়ে সুমাইয়া (১০)।

তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের শিশু বিভাগের রেজিস্টার আফসার আলী জানান, গাছের ওপরে বজ্রপাত হয়েছে। এতে শিশুরা ভয় পেয়েছে। ভয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ সাতজনের মধ্যে ৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অপর দুইজন আগামীকাল শুক্রবার পর্যন্ত চিকিৎসাধীন থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজিদ জানান, শিশুরা সকলেই ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। দুপুর আড়াইটার দিকে টিফিনের সময় ওই শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে মেহগনি গাছের নিচে খেলা করছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এসময় ওই ৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এসময় শিক্ষকরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে অভিভাবকরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক