দ্য ড্রিমার্সের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দ্য ড্রিমার্সের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক

দ্য ড্রিমার্স একটি শিক্ষার্থী ও সামাজিক কল্যাণমূলক সংগঠন। সংগঠনটির উদ্যোগে মহেশপুর উপজেলা থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ জুন) মহেশপুর মডেল মসজিদর সেমিনার হলে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রায় ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দীন হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা অনুষদের সহযোগী অধ্যাপক এম এ আজিজ, বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের মেজর মোহাম্মদ শাহনেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ-সহ আরও অনেকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দ্য ড্রিমার্সের চেয়ারম্যান ডা. নাদিম পারভেজ ইমন।

news24bd.tv/SC