শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক আব্দুস সালামকে (৩৫) পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের আজিজুল উলুম কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক একই উপজেলার অনুপনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

শিশুর পরিবারের দাবি, গত ১২ জুন রাতে শিশুটিকে ভয়-ভীতি দেখিয়ে বলাৎকার করেন শিক্ষক আব্দুস সালাম।

বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেন ওই শিক্ষক। পরে ঈদের ছুটিতে বাড়ি আসে শিশুটি। ছুটি শেষে ২২ জুন শনিবার বিকালে শিশুটিকে মাদরাসায় যাওয়ার কথা বললে সে অনীহা প্রকাশ করে। এক পর্যায়ে শিশুটি মায়ের কাছে বলাৎকারের বিষয়টি প্রকাশ করে।
পরে শিশুটির পিতা অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, রাতেই শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

news24bd.tv/SHS