নেপাল অধিনায়ক রোহিতের সঙ্গে কী ঘটেছিল তানজিমের

নেপাল অধিনায়ক রোহিতের সঙ্গে কী ঘটেছিল তানজিমের

অনলাইন ডেস্ক

সুপার এইটে ওঠার মিশনে ব্যাটিং বিপর্যয়ের পর বলতে গেলে দলকে একাই টেনে ম্যাচে ফিরিয়েছিলেন টাইগার পেসার তানজিম সাকিব। তবে এই ম্যাচে ঘটে এক অঘটন। নেপালের ইনিংসে তৃতীয় ওভারের শেষ বল। স্ট্রাইকে ছিলেন নেপাল অধিনায়ক রোহিত পৌড়েল।

সে ওভারে জোড়া উইকেট নেওয়া তানজিমের বল ডিফেন্ড করলেন রোহিত। এরপরই রোহিতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় বাংলাদেশের পেসার তানজিমকে। কী ঘটেছিল দুইজনের মধ্যে?

পরে অবশ্য পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করতে হয় নন–স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান আসিফ শেখ ও আম্পায়ার স্যাম নোগাসকিকে।  

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের রোহিতের দিকে তেড়ে যাওয়ার কারণ জানিয়েছেন তানজিম।

মিক্সড জোনে তানজিম বলেছেন, ‘এটা সহজাত ছিল, পরিকল্পনা করে করিনি। সে আমার দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়ে ছিল, যেটা আমি পছন্দ করিনি। আমি ওকে বলেছি, তুমি আমার দিকে তাকিয়ে আছ কেন? আমি জায়গামতো বোলিং করার চেষ্টা করেছি। আক্রমণাত্মক মানসিকতা এমনিতেই চলে আসে। এটা পরিকল্পনা করে করি না। ’

উইকেট যেমনই হোক, ১০৬ রানের পুঁজি নিয়ে জেতা খুব কঠিন। বাংলাদেশও টি-টোয়েন্টিতে এর আগে এত কম রান ডিফেন্ড করতে পারেনি।

তবে তানজিম জানিয়েছেন, বাংলাদেশ দল যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল, ‘এই রান ডিফেন্ড করা সম্ভব, আমাদের মাথায় এই চিন্তাই ছিল। আমরা দেখেছি উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল। স্পিনাররা টার্ন পেয়েছে, পেসাররা বাড়তি বাউন্স পেয়েছে। আমাদের বিশ্বাস ছিল আমরা এই রান ডিফেন্ড করতে পারব, আত্মবিশ্বাসী ছিলাম। ’

news24bd.tv/TR