যুদ্ধ বন্ধে পুতিনের শর্ত, কিয়েভের প্রত্যাখ্যান

যুদ্ধ বন্ধে পুতিনের শর্ত, কিয়েভের প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক

যুদ্ধ বন্ধে মস্কোর দাবি করা অঞ্চল থেকে সরে যেতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত প্রত্যাখ্যান করেছে কিয়েভ। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির সংলাপ শুরুর দুটি শর্ত দেন।

প্রথম শর্তে রাশিয়া ইউক্রেনের যে চার প্রদেশ নিজের সীমানাভুক্ত করেছে, কিয়েভকে সেই প্রদেশগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে হবে। এবং দ্বিতীয় শর্তে, ন্যাটোর সদস্যপদের জন্য আর তদবির করবে না কিয়েভ, অবশ্যই এই ঘোষণা দিতে হবে।

এই শর্তের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘এটা সম্পূর্ণ লজ্জা। বরাবরের মতো এবারও। মোহ থেকে মুক্ত হোন এবং রাশিয়ার প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নেওয়া বন্ধ করুন। রাশিয়ার প্রস্তাব সাধারণ অর্থেই অপমানজনক।

অবশ্য ইউক্রেন আনুষ্ঠানিকভাবে পুতিনের প্রস্তাবের জবাব দেয়নি।

শুক্রবার (১৪ জুন) রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং অন্যান্য রুশ কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। যে মুহূর্তে কিয়েভ (চার প্রদেশ থেকে) সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের জন্য আর চেষ্টা করবে না বলে ঘোষণা দেবে, ঠিক তখন থেকে আমরা কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা এবং ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তুতি নেওয়া শুরু করব। ’

উল্লেখ্য, জি-৭ সম্মেলনে যোগ দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন ইতালিতে আছেন। সেখানে ইউক্রেনের জন্য ৫ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করা হয়। এই বৈঠক থেকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যাশা করছেন জেলেনস্কি। (সূত্র: রয়টার্স)

news24bd.tv/SC