যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিতে ইংল্যান্ড

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিতে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রথম দল হিসেবে চলতি টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। আজ রোববার (২৩ জুন) যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমির টিকিট কেটেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।  

বারবাডোজের ব্রিজটাউনে সুপার এইটের ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের ইনিংস থামে ১১৫ রানেই। সেই রান তাড়ায় নেমে ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

এ জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমির টিকিটও নিশ্চিত হয় জস বাটলারের দলের।  

লক্ষ্য তাড়ায় নেমে একপ্রান্তে ফিলিপ সল্টকে দর্শক বানিয়ে চার-ছক্কার খেলায় মাতেন বাটলার। যেখানে ২১ বলে ২৫ রান করেন সল্ট, সেখানে মাত্র ৩৮ বলে ৮৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন বাটলার। ৬ চার আর ৭ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

 

এর আগে, যুক্তরাষ্ট্রের সামনেও সুযোগ ছিল লড়াকু স্কোর গড়ার। তবে শেষদিকে ক্রিস জর্ডানের দুর্দান্ত বোলিংয়ের সামনে আর পেরে ওঠেননি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। ১৭ বলে ১০ রান খরচায় ৪ উইকেট নেন জর্ডান, যার সবকটিই ১৯তম ওভারে। এর মধ্যে নিজের শেষ ৩ বলে ৩ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকও করেন এই পেসার।  এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন স্যাম কারান ও আদিল রশিদ।  

যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে নিতিশ কুমারের ব্যাট থেকে। ২৯ রান করেন কোরি অ্যান্ডারসন।

news24bd.tv/SHS