‘মেগাস্টার শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা বিরাট ব্যাপার’

‘মেগাস্টার শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা বিরাট ব্যাপার’

অনলাইন ডেস্ক

মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’ মুক্তি পেতে চলেছে আসছে ঈদুল আজহায়। এই সিনেমায় বড় চমক ওপার বাংলার মিমি চক্রবর্তী। তুফানে শাকিবের সঙ্গে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে।

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী বলেন, ‘মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল’।

বুধবার (১২ জুন) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ছবিটির প্রচারণায় অংশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন মিমি।

সংবাদ সম্মেলনে তুফান ছবির প্রযোজক, নির্মাতা ও অন্যান্য অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।

এসময় নাবিলা বলেন, ‘এত বছর পর বড় পর্দায় ফিরছি তুফান দিয়ে। সবার এত সাড়া আর আগ্রহ দেখে মনে হচ্ছে, প্রথম সিনেমার পর এত বছরের অপেক্ষাটা বৃথা যায়নি।

j
শাকিব-মিমি

দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ তুফান-এর এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য। ’

আরও পড়ুন: ইতিহাস গড়বে 'তুফান': শাকিব

রায়হান রাফী পরিচালিত 'তুফান' অ্যাকশন ধাঁচের সিনেমা। এতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। সিনেমাটিতে নব্বইয়ের দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান।

news24bd.tv/TR