মোদি জেতায় ইলন মাস্ক ভারতে বিনোয়োগ করতে চান

ইলন মাস্ক

মোদি জেতায় ইলন মাস্ক ভারতে বিনোয়োগ করতে চান

অনলাইন ডেস্ক

ফের ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। তাঁকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইলন মাস্ক।

বিলিয়নেয়ার মাস্ক শিগগিরই ভারতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি এজন্য ভারত সফরও করবেন।  
শুক্রবার সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে মাস্ক বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে জানাই অভিনন্দন! আমরা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী। ’
চলতি বছরের শেষের দিকে মাস্ক ভারত সফর করবেন বলে জানিয়েছেন।
এ সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। খবর , ডিবিটেকডিজিনেট

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক