কালো টাকা সাদা করার বিষয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

কালো টাকা সাদা করার বিষয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের বৈধ আয়কে করের আওতায় আনতেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে বলে জানালেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বেনজীর আহমেদের অবৈধ সম্পদের ওপর ১৫ শতাংশ কর দিলে সেগুলো সাদা হয়ে যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বেনজীরের বিষয়টা এখন আদালত দেখছে। এখানে এমন কোনো সুযোগ নেই।  কোন ক্ষেত্রেই আর শূন্য শুল্ক থাকবে না বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

শুক্রবার (৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এসময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, সরকারের নেয়া পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি কমে আসবে। সেইসাথে জনগণকে স্বস্তি দিতে ওএমএস-সহ সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও বাড়ানো হবে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, সংকোচনমূলক মুদ্রানীতি আরও কিছুদিন থাকবে।

ব্যাংক ঋণ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক