মসজিদের সামনে ২ কাঠা জমিতে গাঁজা চাষ

মসজিদের সামনে ২ কাঠা জমিতে গাঁজা চাষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা এলাকায় মসজিদের সামনে গাঁজা চাষের অভিযোগে আশরাফুল ইসলাম বাদল নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় র‌্যাব-১২ সদস্যরা বাগান থেকে বিপুল পরিমাণ গাঁজা গাছ জব্দ করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাজিপুরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রামের শত শত নারী-পুরুষ গাঁজা গাছ দেখতে ভীড় জমায়।

র‌্যাব-১২ অতিরিক্ত পুলিশ সুপার (অপস) ওসমান গনি জানান, কাজিপুরা গ্রামে মসজিদের সামনে একটি বাগানে গাঁজা গাছ চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ২ কাঠা জমিতে বড় বড় আকৃতির গাঁজা গাছ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় গাঁজা গাছগুলো গাড়ি যোগে র‌্যাব-১২ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, গাঁজা গাছ চাষের অভিযোগে বাগান মালিক কাজিপুরা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম বাদলকে আটক করা হয়েছে।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক