সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই বাংলাদেশির

প্রতীকী ছবি

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই বাংলাদেশির

অনলাইন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুজনের নাম সাফিকুল মিয়া (৩২) ও মোজাহিদ (২৬) বলে জানা গেছে।

রোববার (২৬ মে) দুপুরে রিয়াদের একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এ দুজন। নিহত দুজনের বাড়িই ভৈরবের আগানগর ইউনিয়নে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সাফিকুল মিয়া সাত বছর আগে কাতার প্রবাসী ছিলেন। বছর দুয়েক আগে তিনি দেশে আসেন। দুই সপ্তাহ আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান তিনি।

আরেক নিহত মোজাহিদ রিয়াদে যান আড়াই বছর আগে। পরিচিত হওয়ার সুবাদে মোজাহিদ ও সাফিকুল রিয়াদের ইশারা ডাইরেক্টর এলাকায় একইসঙ্গে থাকতেন। কাজও করতেন একসঙ্গে।

আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম আহমেদ বলেন, একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানরা বিদেশে পাড়ি জমান। একটি দুর্ঘটনায় উপার্জনক্ষম দুটি সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাদের পরিবার। মরদেহ দুটি যেন ঠিকভাবে দেশে আনা যায় সেজন্য নিহতদের পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

news24bd.tv/কেআই