সিডনিতে অস্ট্রেলিয়ান বাঙালি হিন্দু অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সিডনিতে অস্ট্রেলিয়ান বাঙালি হিন্দু অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

অনলাইন ডেস্ক

সিডনিতে বসবাসরত বাঙালি হিন্দু কমিউনিটির অন্যতম বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়ান বাঙালি হিন্দু অ্যাসোসিয়েশন (আভা) কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি পদে ড. সমীর সরকারকে পুনরায় নির্বাচিত করা হয়। আর সহ-সভাপতি করা হয় সনজীব মহাজনকে। সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হন লিটন সাহা।

 

গত রোববার (২১ জুলাই) সিডনির ওবার্ন টাউন হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে পুরাতন কমিটি ভেঙে ২০২৪-২৬ সালের জন্য নতুন কমিটি দেওয়া হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সারদা রায়।  

নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সাইমন পাল ও শৈবাল চক্রবর্তী। কোষাধক্ষ নির্বাচিত হন রনজিত ভূইয়া।

আর পাবলিক রিলেশন সেক্রেটারি করা হয় বিষ্ণুপদ চক্রবর্তীকে। সেতু গুপ্তকে করা হয় কালচারাল সেক্রেটারি আর সুশান্ত সাহাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে। হসপিটালিটি সম্পাদক হিসেবে নির্বাচন করা হয় অজিত দেবকে। অন্যান্য এক্সিকিউটিভ সদস্য হিসেবে নির্বাচিত হন অশোক দত্ত, সুদীপ দেব, রাজীব সাহা, বিজিত দে, সনজয় দত্ত, সুমন সাহা, রাজীব সাহা (রাজু), প্রিংয়াকা চৌধুরী ও ঋতুপর্ণা ধর।  

এ কমিটি গঠন করার আগে সংগঠনের সদস্যরা এক পিঠা উৎসবের আয়োজন করে।

news24bd.tv/SHS