হজে গিয়ে ৭ বাংলাদেশির মৃত্যু

ফাইল ছবি

হজে গিয়ে ৭ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হজ করতে গিয়ে সৌদি আরবে সোমবার পর্যন্ত ৭ জন মৃত্যুবরণ করেছেন বলে জানালেন হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

গতকাল রোববার মো. শাজাহান (৪৮) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়। তার বাড়ি ঢাকার কদমতলীতে। শনিবার (২৫ মে) তিনি মারা যান।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ১৫ মে প্রথম মারা যান নেত্রকোণার কেন্দুয়ার মো. আসাদুজ্জামান (৫৭), ১৮ মে মারা যান ভোলা সদরের মো. মোস্তোফা (৮৯), ২১ মে মারা যান কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. লুৎফর রহমান (৬৫), ২৩ মে মারা যান ঢাকার নবাবগঞ্জের মো. মুর্তাজুর রহমান খান (৬৫) এবং ২৩ মে চট্টগ্রামের ফতেপুরের মো. ইদ্রিস (৬৪)।

সৌদির আইনে বলা রয়েছে, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক