বাজেট ঘোষণা হতেই নতুন কাস্টমস আইন: এনবিআর চেয়ারম্যান

বাজেট ঘোষণা হতেই নতুন কাস্টমস আইন: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

আগামী ৬ জুন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন কাস্টমস আইন কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। তবে এই মুহুর্তে এর কোনো ধারা পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই।  

আজ রোববার (২৬ মে) এফবিসিসিআই মিলনায়তনে কাস্টমস আইন অবহিতকরণ বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় পণ্য আমদানি রপ্তানিতে কাস্টমস কর্মকর্তাদের হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা।

বলেন, সামান্য ভুলের কারণে বড় অংকের জরিমানা করছে কাস্টমস। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরের বিরুদ্ধে ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়। নিজেদের মাঝে গলদ থাকায় ব্যবসায়ীরা সুনির্দিষ্ট অভিযোগ করেন না।

news24bd.tv/SHS