রিমালের প্রভাবে বাতাস, মোংলায় ট্রলার ডুবি

রিমালের প্রভাবে বাতাস, মোংলায় ট্রলার ডুবি

আহত ১২

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা বাতাসের আঘাতে বাগেরহাটের মোংলা ঘষিয়াখালি চ্যানেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টা- সাড়ে ৯টার দিকে চ্যানেলের মামার ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিখোঁজের কথা বলছেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারে থাকা অধিকাংশ যাত্রী ইপিজেডের 'ভিআইপি' নামক একটি কারখানার কর্মরত শ্রমিক। তবে ট্রলারে শিশু কোলে বোরখা পরিহিত একজন নারী যাত্রী ছিলেন। ট্রলার একপাশে কাত হওয়ার পর তিনি শিশুসহ প্রথমেই নদীতে পড়ে যান। তাকে উদ্ধার করতে আরও কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা টোল আদায়ের কাউন্টারে ভাঙচুর চালায়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, ট্রলার ডুবির পর দুর্ঘটনায় আহত ১২জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেনি। তারপরও ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক