স্বার্থের দ্বন্দ্বে এমপি আনারকে হত্যা করা হয়েছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

স্বার্থের দ্বন্দ্বে এমপি আনারকে হত্যা করা হয়েছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

স্বার্থের জন্যই সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে খুন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২৫ মে) বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংসদ- জাসাস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, অর্থের দ্বন্দ্বে অন্ধকার জগতের প্রতিপক্ষরা যোগসাজসে তাকে ভারতে নিয়ে হত্যা করেছে।

সাবেক পুলিশ প্রধান বেনজির ও সেনাপ্রধান আজিজকে নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদেরকে অপরাধী বানালো কে? এসময় কার ছায়াতলে তারা অপরাধ করলো সেটিও জানতে চান তিনি।

গয়েশ্বর আরও বলেন, সম্পত্তি বাজেয়াপ্ত করা হলেও বেনজিরকে গ্রেপ্তারের কোনো আদেশ দেয়া হয়নি, এতেই প্রমাণ হয় আদালতের ন্যায়বিচারের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ রয়েছে।

অনুষ্ঠানে অন্ধকার জগতের সাহায্য নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

news24bd.tv/ab