বাগেরহাটে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বাগেরহাটে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মত বিনিময় সভা। বুধবার (১৫ মে) সন্ধ্যায় বাগেরহাট কর্মকার পট্টিতে জেলা বাজুস সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রিপনুল হাসান বলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সারাদেশের স্বর্ণ ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে কাজ করছেন।

ইতোমধ্যেই দেশের সব স্বর্ণ ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনতে পেরেছেন তিনি। বাজুস এখন দেশের সব থেকে বড় ব্যবসায়ী সংগঠনে রূপ নিয়েছে।

ডিসেম্বরের মধ্যে দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের গোল্ড রিফাইনারি চালু হলে বাজুস সদস্যদের স্বর্ণ ক্রয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। এতে করে স্বর্ণ ব্যবসায়ীরা অহেতুক পুলিশি হয়রানি থেকে রক্ষা পাবেন।

বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি আরও বলেন, বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রচেষ্টায় ঢাকায় বাজুস নিজস্ব ভবন পাচ্ছে। সারাদেশের স্বর্ণ ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।

আশা করছি অচিরেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

বাগেরহাট জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বাজুসের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বনিক, বাজুসের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. ওয়াহিদুজ্জামান, বাজুস এক্সিকিউটিভ কে এম রাহাত ইসলাম, বাজুস জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলয় কুমার ভদ্রসহ জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও স্বর্ণ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

news24bd.tv/SC