‘জুয়েলারি ব্যবসায়ীদের এক ছাতার নিচে এনেছেন সায়েম সোবহান আনভীর’

রাজবাড়ীতে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী

‘জুয়েলারি ব্যবসায়ীদের এক ছাতার নিচে এনেছেন সায়েম সোবহান আনভীর’

রাজবাড়ী প্রতিনিধি

‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’ এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাড়ে ৫ টায় রাজবাড়ী কাপড় বাজারে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। এর আগের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শহরে।

আলোচনা সভায় বাজুস রাজবাড়ী জেলা শাখার সভাপতি জয়দেব কর্মকারের সভাপতিত্বে, উপদেষ্টা মো. জাকির হোসেন, সহসভাপতি গোবিন্দ কর্মকার, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসেম (বাবলু), অর্থ সম্পাদক অসিম কুমার রায়, দপ্তর সম্পাদক বিমল মালাকার প্রমুখ।

বক্তারা বলেন, বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সম্মান বৃদ্ধি করেছেন। দেশের সকল জুয়েলারি ব্যবসায়ীদের এক ছাতার নিচে এনেছেন। তার উদ্যোগের কারণে বাংলাদেশে জুয়েলারি সেক্টরে বিপ্লব ঘটেছে।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর