নাবিক নাজমুলকে ফিরে পেয়ে সীমাহীন আনন্দ মা-বাবার

নাবিক নাজমুলকে ফিরে পেয়ে সীমাহীন আনন্দ মা-বাবার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে দেশে ফিরে নিজ বাড়িতে পৌঁছেছেন নাবিক নাজমুল হক হানিফ। বুধবার (১৫ মে) ভোরে সিরাজগঞ্জে নিজগ্রাম কামারখন্দ উপজেলার চর নবীনগরে এসে পৌঁছান নাবিক নাজমুল হক হানিফ। ছেলেকে দেখেই বুকে জড়িয়ে সুখের কান্নায় ভেঙ্গে পড়েন মা নার্গিস বেগম ও বাবা আবু সামা।

একই সঙ্গে নাবিক নাজমুল হক হানিফ সুস্থভাবে স্বজনদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।

ছেলেকে বুকে জড়িয়ে মা নার্গিস বেগম কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, পুরো রমজান মাস খোদার কাছে প্রার্থনা করেছি আল্লাহ যেন আমার সন্তানকে বুকে ফিরিয়ে দেন। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমার বুকের ধন আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। ছেলেকে জড়িয়ে ধরে আমার বুকটা শীতল হয়ে গেছে।

বাবা আবু সামা বলেন, জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর পরিবারের মধ্যে দুঃখের কালো ছায়া পড়েছিল। ছেলেকে ফিরে পেয়ে এতোটা আনন্দ পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। ঈদেও এতো খুশি হই না। আমার কলিজা ঠাণ্ডা হয়ে গেছে।

নাবিক নাজমুল হক হানিফ বলেন, সোমালিয়ার সময় সকাল ১০টার দিকে জলদস্যুরা জাহাজটি দখলে নেয়। দখল নিয়ে বড় বড় অস্ত্র তাক করেছিল। তারপর সকলকেই বন্দী রাখে। তবে জলদস্যুরা মুসলমান ছিল, আমরাও মুসলমান ছিলাম। এজন্য কিছুটা সহানুভূতি দেখিয়েছিল। জাহাজে ওরাও রান্না করে খেয়েছে আমরাও রান্না করে খেয়েছি। তিনি বলেন, মাঝে মাঝে ভাবতাম বাড়ি যেতে পারব কি না? মা বাবার সাথে দেখা হবে কি না-এ নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকতাম।

তবে যেদিন থেকে জানতে পেরেছি-এর আগেই তারা মুক্তিপণ নিয়ে অন্য জাহাজ ছেড়ে দিয়েছে তখন বুকে আশার আলো বেঁধে রেখেছিলাম। মুক্তিপণ দেয়ার পরই আমাদেরকে ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন দুশ্চিন্তায় থাকার পর দেশের মাটিতে পা রেখে খুব ভাল লেগেছে। আজ বাড়িতে এসে মা-বাবাসহ স্বজনদের কাছে পেয়ে খুব আনন্দিত লাগছে।

আরও পড়ুন: বাড়ি ফিরেছেন জিম্মি নাবিক জয়, পরিবারে ঈদের আনন্দ

একইসাথে সুস্থভাবে নাবিক নাজমুল সহ ২৩ নাবিককে দেশে ফিরিয়ে আনায় বাংলাদেশ সরকার ও জাহাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাবিক নাজমুল হক পরিবার ও স্বজনরা।

news24bd.tv/SC