ফরিদপুরে মাসব্যাপী সাশ্রয়ীমূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি শুরু

ফরিদপুরে মাসব্যাপী সাশ্রয়ীমূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি করা হচ্ছে।

ফরিদপুরে মাসব্যাপী সাশ্রয়ীমূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি শুরু

ফরিদপুর প্রতিনিধি

‘সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য ভোক্তার জন্য’- এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে সাশ্রয়ী মূল্যে তেল, আটা, চিনি, গুড়া মসলাসহ ৩১টি ভোগ্যপণ্য ট্রাকে করে বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বুধবার (১৫ মে) সকাল ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের পাশে মাসব্যাপী এ কার্যক্রমের উদ্ভোধন করেন বসুন্ধরা গ্রুপের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মো. কামরুজ্জামান, টেরিটোরি সেলস ইনচার্জ তুহিন আলম, সেলস অফিসার মিন্টু বিশ্বাস ও মিথুন সাহা।

এ সময় তেল, আটা, চিনি, সুজিসহ বসুন্ধরা ফুড প্রডাক্টের ৩১টি ভোগ্যপণ্য সাশ্রয়ীমূল্যে ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।

সাশ্রয়ীমূল্যে এসব পণ্য ক্রয় করতে পেরে খুশি নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।

আজ থেকে শুরু হওয়া দেশের ৬৪ জেলায় ১০০টি পয়েন্টে বসুন্ধারা গ্রুপের ট্রাকসেল কার্যক্রম চলমান থাকবে ঈদের আগের দিন পর্যন্ত।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক