পাসের হার বেড়েছে চট্টগ্রাম বোর্ডে 

এসএসসির ফল পাওয়ার পর শিক্ষার্থীরা

পাসের হার বেড়েছে চট্টগ্রাম বোর্ডে 

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। এবার এক হাজার ১২৫টি বিদ্যালয় থেকে এক লাখ ৪৫ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী ২১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। রোববার (১২ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফল ঘোষণা করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার বাড়লেও কমেছে পিজিএ-৫ প্রাপ্তির হার। গেলো বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ থাকলেও এবার বেড়ে ৮২ দশমিক ২৯ শতাংশ হয়েছে। গেলো বছর ১১ হাজার ৪৫০ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। এবার ছাত্র পাসের হার ৮২ দশমিক ২৯ এবং ছাত্রী পাসের হার ৮৩ দশমিক ২১ শতাংশ।

এর মধ্যে বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৪ দশমিক ৫২, মানবিক বিভাগের পাসের হার ৭৩ দশমিক ২৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৮৪ দশমিক ১১ শতাংশ।

এ সময় আরও বলা হয়, চট্টগ্রাম মহানগরে এবার পাসের হার ৮৭ দশমিক শূন্য ৬। চট্টগ্রাম মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৮৩ দশমিক ৬৮ শতাংশ। চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৮৪ দশমিক ৯২ শতাংশ। এ ছাড়া কক্সবাজার জেলায় ৮৩ দশমিক ৬৪, রাঙামাটিতে ৭২ দশমিক ৭২, খাগড়াছড়িতে ৭২ দশমিক ২৫ ও বান্দরবানে পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ। এবার শতভাগ পাস করেছে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৪টি।

news24bd.tv/আইএএম