প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার সকালে

ফাইল ছবি

প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার সকালে

অনলাইন ডেস্ক

চলতি বছরের পবিত্র হজের প্রথম ফ্লাইট বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান উপস্থিত থেকে হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন।

বুধবার (৮ মে) হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এর এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রীদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ঢাকা ত্যাগ করবেন হজ গমনেচ্ছুরা।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানিয়েছে, ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। এছাড়া ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টার এ ব্যালটি হাজিদের টিকিট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধা রাখা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ হতে পারে। তবে ভিসা কার্যক্রম এখনো শেষ হয়নি। এই কাজ শেষ করতে দ্বিতীয় দফায় আগামী ১১ মে পর্যন্ত সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশ বিমান জানিয়েছে, হজের আগে ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে জেদ্দা ও মদিনায় এসব ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে৷ এজন্য জেদ্দা ও মদিনার পাশাপাশি ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে।  

এবার ঢাকা থেকে জেদ্দায় ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭টি, সিলেট থেকে জেদ্দায় ৫টি, ঢাকা থেকে মদিনায় ৯টি, চট্টগ্রাম থেকে মদিনায় ২টি এবং সিলেট থেকে মদিনায় একটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে।

বাংলাদেশ থেকে এবার মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রীর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক