চট্টগ্রাম থেকে ৩৯৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটের যাত্রা

চট্টগ্রাম থেকে ৩৯৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটের যাত্রা

অনলাইন ডেস্ক

চলতি বছর পবিত্র হজ পালনে ৩৯৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে। মঙ্গলবার (১৪ মে) ভোর ৪টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বাংলাদেশ বিমানের BG4313 ডেডিকেটেড হজ ফ্লাইটটি।

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত হজে শামিল হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জড়ো হন হাজিরা। আল্লাহ পাকের দরবারে যাওয়ার সৌভাগ্য হওয়ায় শুকরিয়া আদায় করেন তারা।

সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়ার কথাও জানান হজযাত্রীরা।

বিমানবন্দরের চেকিং কাউন্টারে বোর্ডিং পাস ও ইমিগ্রেশনসহ বিমানের নানা প্রক্রিয়া শেষ করেন হাজিরা। পরে তাদের নিয়ে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন বিমানের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং শাহ আমানত বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ।

পরে হজ্জযাত্রীদের হাতে ফুল দিয়ে বিদায় জানান অতিথিরা। অনুষ্ঠানে জানানো হয় এবার চট্টগ্রাম থেকে বিমানের ২২ টি ফ্লাইটে ৮ হাজার হজ্জযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে ২টি ফ্লাইট মদিনায় অবতরণ করবে।

news24bd.tv/SC