রিয়ালের বিপক্ষে অবিশ্বাস্য কিছু ঘটাতে পারবে বায়ার্ন?

রিয়ালের বিপক্ষে অবিশ্বাস্য কিছু ঘটাতে পারবে বায়ার্ন?

রিয়ালের বিপক্ষে অবিশ্বাস্য কিছু ঘটাতে পারবে বায়ার্ন?

অনলাইন ডেস্ক

হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় সান্তিয়াগো বার্নাব্যু। ফাইনাল নিশ্চিতের মিশনে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগে জার্মানিতে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিলো লস ব্ল্যাঙ্কোসরা। বুধবার (৮ মে) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

মঞ্চটা নিজেদের, সমীকরণেও এগিয়ে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির মতো বিশ্বমানের মাস্টার মাইন্ড আছেন ডাগআউটে। তবে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখও কোনো অংশে কম নয়। বাভারিয়ান ক্লাবটির ইতিহাসও বেশ সমৃদ্ধ।

বিশ্ব তাকিয়ে আরও একটা ধ্রুপদী লড়াই দেখার জন্য।     

 রোমাঞ্চকর প্রথম লেগে ২-২ গোলের ড্রয়ের পর বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল এবং বায়ার্ন। এই ম্যাচে সবদিক থেকেই এগিয়ে রিয়াল। ঘরের মাঠে শেষ ৫ ম্যাচের একটিতে হারেনি রিয়াল মাদ্রিদ। এছাড়া বার্নাব্যুতে বায়ার্নের বিপক্ষে শেষ ৭ ম্যাচে কোনো হারের স্বাদ পায়নি লস ব্ল্যাঙ্কোসরা।    
 
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল দলও রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ১৪ শিরোপা ঘরে তুলেছে তারা। গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছ থেকে পাওয়া তিক্ততা ছাড়া সেমিফাইনাল থেকে তাদের বাদ পড়ার রেকর্ড নেই বললেই চলে। এছাড়া ঘরের মাঠে নিজেদের সমর্থকদের গলা ফাটানো সমর্থনও জোগাবে বাড়তি অনুপ্রেরণা।    
 
অন্যদিকে, ইতিহাস বদলানোর সুযোগ হাতছাড়া করতে চাইবে না বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের রিয়ালের বিপক্ষে পরিসংখ্যানটাও মন্দ নয়। এখন পর্যন্ত ২৭ বারের দেখায় ১২ হারের বিপরীতে বায়ার্ন জয় পেয়েছে ১১ ম্যাচে। যদিও একটা পরিসংখ্যান কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়াবে বাভারিয়ানদের। লস ব্ল্যাঙ্কোসদের বিপক্ষে শেষ ৮ ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি জার্মান ক্লাবটি।
 
চ্যাম্পিয়ন্স লিগে ৬ বার শিরোপা জিতেছে বায়ার্ন। সর্বশেষ টাইটেল এসেছে ২০১৯-২০ মৌসুমে। কোচ টমাস টুখেলেরও বড় মঞ্চের অভিজ্ঞতা দারুণ। জামার্ন কোচ চেলসিকেও জিতেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এবারও বায়ার্নকে নিয়ে এসেছেন সেমিফাইনালের মঞ্চে।    
 
ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। রিয়াল-বায়ার্ন লড়াইয়ে জয়ী দলের সঙ্গে আগামী ১ জুন ওয়েম্বলিতে মুখোমুখি হবে তারা।  

news24bd.tv/aa