আবারও লিগ জয় ম্যানসিটির, গড়ল নতুন ইতিহাস

আবারও লিগ জয় ম্যানসিটির, গড়ল নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক

ইংলিশ ফুটবলে ইতিহাস-ঐতিহ্য এবং শিরোপায় বেশ এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। তবে ম্যানচেস্টার সিটি যে ইতিহাস গড়ল, তা সহজে ভাঙার সাধ্য হয়তো কারোই হবে না।  এমনিতেই দুনিয়ার সবচেয়ে জমজমাট এবং কঠিন লিগ বলা হয় ইংলিশ প্রিমিয়ার লিগকে। আজ রোববার (১৯ মে) টানা চতুর্থবার সেই লিগ শিরোপা ঘরে তুলেছে সিটিজেনরা।

শেষ লিগ ম্যাচে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে এই কীর্তি গড়েছে ম্যানচেস্টার সিটি।


লিগ শিরোপার সমীকরণ শেষ রাউন্ডে এলেও, তা সহজ ছিল সিটির জন্য। জিতলেই চ্যাম্পিয়ন তারা। সেই সমীকরণ মেলানোর ম্যাচে দুই মিনিটের মাথায় এগিয়ে যায় সিটি।

বের্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ফিল ফোডেন। এরপর এই ইংলিশ মিডফন্ডার ব্যবধান দ্বিগুণ করেন ১৮তম মিনিটে। এবার ফোডেন গোল করেন জেরেমি ডোকুর পাস থেকে। প্রথমার্ধের শেষ দিকে গোলের ব্যবধান কমায় আর্সেনাল। মোহাম্মদ কুদুসের গোলে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় তারা।

তবে ম্যাচের ৫৯ মিনিটে ওয়েস্ট হামের ম্যাচে ফেরার সম্ভাবনা দূর করে দেন রদ্রি। সিলভার বাড়ানো বলে তার নেওয়া শট সব বাধা পেরিয়ে ঢুকে যায় জালে। শেষ পর্যন্ত সিটি জয় পায় ৩-১ গোলে। ফলে বৃথা যায় এভারটনের বিপক্ষে আর্সেনালের ২-১ গোলের জয়।

news24bd.tv/SHS