রিয়ালকে ‘গার্ড অব অনার’ প্রতিপক্ষের

রিয়ালকে ‘গার্ড অব অনার’ প্রতিপক্ষের

অনলাইন ডেস্ক

লা লিগার শিরোপা চার ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা থেকে আর মাত্র একধাপ দূরে রয়েছে অ্যানচেলত্তির শিষ্যরা। তাই গতকাল শনিবার (১১ মে) নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার দেয় রেলিগেশন জোনে থাকা গ্রানাডা।

একই দিনে দ্বিতীয় সারির দল নিয়ে নামা রিয়ালের কাছে ৪-০ গোলে পর্যুদস্ত হয়েছে গ্রানাডা।

এই ম্যাচে ভিনিসিয়ুস-বেলিংহ্যামদের অনুপস্থিতিতেও বড় ব্যবধানের জয় দিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

যদিও প্রথম জয় পেতে লস ব্লাঙ্কোসদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। সেই ডেডলক ভাঙেন ফ্রান গার্সিয়া।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে তার পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলের।

বিরতির পর দাপট দেখান ব্রাহিম দিয়াস। ৯ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এই ফরোয়ার্ড।

এই জয় দিয়ে টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে রিয়াল। ৩৫ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছে রিয়াল। তাদের ঠিক পরেই ১৫ পয়েন্টের ব্যবধান নিয়ে দুই নম্বরে অবস্থান করছে জিরোনা। রিয়ালের বিপক্ষে এই হারে ৩৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে নেমে গেছে গ্রানাডা।

আরও পড়ুন: আল নাসরকে পেছনে ফেলে সৌদি লিগের শিরোপা আল হিলালের 

news24bd.tv/SC