রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব: মেসি

ইনফোবে-তে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি

রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব: মেসি

অনলাইন ডেস্ক

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর ইউরোপের ফ্রেঞ্চ ক্লাব পিএসজি এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি তে যোগ দিয়েছেন তিনি।

কিন্তু যুক্তরাষ্ট্রে বসেও ইউরোপের খেলার খবর ঠিকই রাখছেন মেসি।

তাইতো রিয়াল মাদ্রিদ এবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পর একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বীকে বিশ্বের সেরা ক্লাব বলে মন্তব্য করেছেন বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড।

মায়ামি ভিত্তিক গণমাধ্যম ইনফোবে-তে এক সাক্ষাৎকারে রিয়ালের প্রশংসা করে মেসি বলেন, রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব, তারা চ্যাম্পিয়নস লীগ জিতেছে। ফলাফলের দিক দিয়ে যদি দেখা হয় তাহলে তারাই এগিয়ে।

যদিও খেলার দিক দিয়ে বিবেচনা করলে ম্যানচেস্টার সিটিকেই তিনি এগিয়ে রেখেছেন।

উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিলো রিয়াল।

শেষ আটের লড়াইয়ে পেপ গার্দিওলার দলকে টাইব্রেকারে হারায় কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। এর ঠিক আগের মৌসুমে রিয়ালকে সেমিফাইনাল থেকে বিদায় করেছিলো সিটি। (সূত্র: বেইন স্পোর্টস

news24bd.tv/SC