মঞ্চে গায়িকাকে বোতল ছুঁড়ে মারলেন ভক্ত, অতঃপর...

মঞ্চে গায়িকাকে বোতল ছুঁড়ে মারলেন ভক্ত, অতঃপর...

অনলাইন ডেস্ক

ভারতীয় জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। লাইভ কনসার্ট করতে গিয়ে বিপাকে পড়েন এই গায়িকা। মঞ্চে পারফর্ম করার সময় গায়ক-অভিনেতাদের উপর হামলা এর আগেও হয়েছে। গত বছর অরিজিৎ সিং-কে হাত ধরে এত জোরে টান দেওয়া হয়েছিল যে, ছুটতে হয়েছিল গায়ককে হাসপাতালে।

আর এবার সুনিধি চৌহানের দিকে ছুড়ে মারা হলো পানির বোতল। কীভাবে সেই পরিস্থিতি সামলালেন তিনি?

সুনিধি চৌহান কয়েক দশক ধরে ভারতীয় সংগীতের সঙ্গে যুক্ত। গায়িকা দেরাদুনের এসজিআরআর বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করেছিলেন এদিন। তিনি যখন শ্রোতাদেরকে তার গানে মাতিয়ে রাখছিলেন, তখন মেতে উঠেছিল গোটা স্টেডিয়াম।

কিন্তু সেই তখনই, সামনের সারিতে বসা এক ব্যক্তি গায়িকার দিকে পানির বোতল ছুড়ে মারেন।

বোতলটি ছোড়া হয় যখন, হঠাৎই সরে যান তিনি। ওই অনুরাগীকে সুরে-সুরেই তিনি বলে ওঠেন, ‘‘আপনি আমার দিকে বোতল ছুঁড়লে কী হবে? অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। আপনি কি এটি চান?’’

এ দিন অনুষ্ঠানে ‘শিলা কি জওয়ানি’, ‘ধুম মচালে’, ‘ক্রেজি কিয়া রে’, ‘দেশি গার্ল’, ‘কমলি’, ‘শাকি শাকি’-র মতো গান তিনি উপহার দিয়েছেন দর্শকদের।

news24bd.tv/TR