মোদিবাবু সাধু বাবা আর সবাই চোর: মমতা বন্দ্যোপাধ্যায়

মোদিবাবু সাধু বাবা আর সবাই চোর: মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচন চলাকালীন রাজনৈতিক অঙ্গন সরগরম রয়েছে। প্রতিনিয়তই দেশটির রাজনৈতিক দলগুলো তাদের দিকে সাধারণ মানুষকে টানতে একে অপরের সমালোচনায় মুখর রয়েছে।

এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার (৩ মে) বিকেলে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের রায়নায় তৃণমূল আয়োজিত এক নির্বাচনী জনসভায় কথা বলেন। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গের ‘২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়েছেন মোদিবাবু (নরেন্দ্র মোদি)।

শিক্ষকদের চাকরি কেড়ে নিয়ে বড় বড় কথা বলছেন আজ। উনি সাধু বাবা আর সবাই চোর!’

মোদির উদ্দেশে মমতা বলেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী মানায় না। ’ রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘সাবধান! ওরা (বিজেপি) সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর করে আপনাদের অধিকার কেড়ে নেবে। অভিন্ন দেওয়ানি বিধিও কার্যকর করবে।

ওদের বিরুদ্ধে সোচ্চার হোন। ওরা সংবিধান বিক্রি করবে, দেশটাকে বিক্রি করে দেবে। আপনাদের অধিকার কেড়ে নেবে। ’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘রাজভবনে একটা ছোট্ট মেয়ের সঙ্গে কী ব্যবহার করেছেন রাজ্যপাল! আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি। মেয়েটি এখন কাজে যেতে পারছে না। পরপর দুদিন মেয়েটির শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল। ’

আরও পড়ুন: ভারতে নাগরিকত্ব পেতে দেড় মাসে আবেদন করেননি কেউই

উল্লেখ্য, ভারতে সাত ধাপে চলমান লোকসভা নির্বাচন শুরু হয়েছে গত ১৯ এপ্রিল। আগামী ৭ মে তৃতীয় ধাপের নির্বাচনে পশ্চিমবঙ্গের চারটি আসনে ভোট গ্রহণ হবে।

news24bd.tv/SC