এবার কাপড়ে পেস্টিং করে স্বর্ণ পাচার, গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি

এবার কাপড়ে পেস্টিং করে স্বর্ণ পাচার, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

এবার কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতর মুড়িয়ে স্বর্ণ পাচারের সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১ কেজি সোনা জব্দ করেছে বিমান বন্দরের কাস্টমস ও এনএসআই কর্মকর্তরা। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।  

এরা হলেন- মোবারক আলী, নাজমুল হক এবং আনোয়ার শাহ। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন এই তিন যাত্রী।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন. সোনা কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতর মুড়িয়ে সুকৌশলে পাচার করে আনছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।  

যৌথ অভিযানে কাপড়ে পেস্টিং করা অবস্থায় সোনাগুলো জব্দ করা হয়। পরে তা গলিয়ে নিখাঁদ ১ কেজির ওপরে সোনা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুবাই থেকে আসা তিন যাত্রীকে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

news24bd.tv/কেআই