এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতুতে ৬ কোটি টাকা লোকসান

ফাইল ছবি

এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতুতে ৬ কোটি টাকা লোকসান

অনলাইন ডেস্ক

কোটা আন্দোলন ও কারফিউের কারণে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে এক সপ্তাহে (১৮ থেকে ২৪ জুলাই) ৬ কোটি টাকা লোকসান হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানান।

তিনি আরও বলেন, কারফিউ শিথিল হওয়ায় গত ২৫ জুলাই থেকে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার স্বাভাবিক হয়। বর্তমানে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে কোটা আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। সেদিন থেকেই সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যায়। কার্যত সেদিন থেকেই ময়মনসিংহ, ঢাকা ও উত্তরবঙ্গসহ কমপক্ষে ২২টি জেলার একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যায়।

এর ফলে সেতু পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে টোল আদায় এমন লোকসানের মুখে পড়ে সেতু কর্তৃপক্ষ।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক