২ বছরে মার্চে রাশিয়ায় শিল্পোৎপাদন সর্বনিম্ন

২ বছরে মার্চে রাশিয়ায় শিল্পোৎপাদন সর্বনিম্ন

ডেস্ক রিপোর্ট

গেল মার্চে রাশিয়ায় শিল্পোৎপাদন কার্যক্রমে নিম্নমুখি দেখা দিয়েছে। করোনা মহামারীর প্রাদুর্ভাবে ২০২০ সালের মে মাসের পর গেল মাসে দেশটির শিল্প উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন ছিল।

চলতি বছর ফেব্রুয়ারিতে দেশটির পিএমআই ইনডেক্স ছিল ৪৮ দশমিক ৬ পয়েন্ট। গেল মাসে তা কমে ৪৪ দশমিক ১ পয়েন্টে নেমে এসেছে।

বিশেষজ্ঞদের ধারণা,  ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের জের ধরে পশ্চিমা  নিষেধাজ্ঞায়  প্রভাব পড়েছে দেশটির পিএমআইয়ের ওপর।  রুশ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, উপকরণ সংকটের কারণে তৈরি পণ্য মজুদ করতে ব্যর্থ হয়েছেন উৎপাদকরা। পাশাপাশি দ্বিতীয় মাসের মতো কর্মসংস্থান হার নিম্নমুখী ছিল রাশিয়ার।

news24bd.tv/এমি-জান্নাত