লাখ লাখ কোটিপতির শহর

লাখ লাখ কোটিপতির শহর

লাখ লাখ কোটিপতির শহর

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে ধনী শহর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। শহরটিতে ৩ লাখ ৫৯ হাজার ৫০০ জন কোটিপতি এবং ৬০ জন শতকোটিপতি বাস করেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটিতে সহযোগিতা করেছে সম্পদবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড ওয়েলথ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, করোনা মহামারিজনিত কারণে সম্পদ কমে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও নিউইয়র্ক সিটিতে কোটিপতির সংখ্যা বেড়েছে। গবেষণায় দেখা গেছে, গত এক দশকে নিউইয়র্ক সিটির কোটিপতির সংখ্যা ৪৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। শহরটির কোটিপতির সংখ্যা এখন অরল্যান্ডো বা পিটসবার্গ শহরের মোট জনসংখ্যার চেয়েও বেশি। নিউইয়র্কের বাসিন্দাদের এখন ৩ লাখ কোটির (৩ ট্রিলিয়ন) বেশি সম্পদ রয়েছে, যা ব্রাজিল, ইতালি ও কানাডার জিডিপির চেয়েও বেশি।

সান ফ্রান্সিকোসহ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় এলাকাগুলোতেও কোটিপতিদের সংখ্যা দ্রুত বাড়ছে। গত এক দশকে এই এলাকায় কোটিপতির সংখ্যা ৮২ শতাংশ বেড়ে ৩ লাখ ৫ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে।  

হেনলি অ্যান্ড পার্টনার্সের গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ৫০টি ধনী শহরের ১১টিই যুক্তরাষ্ট্রে। এর পেছনে স্টক মার্কেট ও প্রযুক্তি শিল্পের উত্থানের অবদান রয়েছে। দেশটির ফেডারেল রিজার্ভ জানিয়ছে, করোনা মহামারি পরবর্তী সময়ে মার্কিন ধনীদের সম্পদ ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

নিউ ওয়ার্ল্ড ওয়েলথের গবেষণা প্রধান অ্যান্ড্রু অ্যামোয়েলস বলেন, ‘বিশ্বব্যাপী আর্থিক, প্রযুক্তি ও বিনোদন খাতে আধিপত্যের কারণে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর তালিকায় আধিপত্য বজায় রেখেছে। ’ 

অন্যদিকে কিছু কিছু শহরের ভাগ্যে উল্টো ঘটনা ঘটেছে। যেমন এক দশক আগেও বিশ্বের সবচেয়ে ধনী শহর ছিল জাপানের টোকিও। সেটি এখন তৃতীয় অবস্থানে নেমে গেছে। শহরটিতে কোটিপতির সংখ্যা ৫ শতাংশ কমে ২ লাখ ৯৮ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে।

অবস্থার অবনতি হয়েছে লন্ডন শহরেরও। বিশ্বের শীর্ষ ধনী শহরের তালিকায় লন্ডনের অবস্থান এখন পঞ্চম। গত এক দশকে এই শহরের কোটিপতির সংখ্যা কমেছে ১০ শতাংশ।

অন্যদিকে চীনের বেইজিং শহর প্রথমবারের মতো শীর্ষ ১০ ধনী শহরের তালিকায় ঢুকে পড়েছে। শহরটির কোটিপতির সংখ্যা গত এক দশকে ৯০ শতাংশ বেড়ে ১ লাখ ২৫ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে।

শীর্ষ ১০–এর মধ্যে চতুর্থ অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। শহরটির কোটিপতির সংখ্যা ৬৪ শতাংশ বেড়ে ১ লাখ ৪৪ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জুয়ের্গ স্টেফেন বলেন, ‘গত এক দশক ধরে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির প্রধান চালিকা হিসেবে কাজ করেছে স্টক মার্কেট, বিট কয়েন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ব্লকচেইন প্রযুক্তির বিস্ময়কর উত্থান। ’

বিশ্বের শীর্ষ ১০ ধনী শহর
১. নিউইয়র্ক সিটি
২. ক্যালিফোর্নিয়ার উপসাগরীয় এলাকা
৩. টোকিও
৪. সিঙ্গাপুর
৫. লন্ডন
৬. লস অ্যাঞ্জেলস
৭. প্যারিস
৮. সিডনি
৯. হংকং
১০. বেইজিং

news24bd.tv/aa